দক্ষিণ আফ্রিকায় গণহত্যা দিবস পালন
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে সংগঠিত হয়েছিল গণহত্যার এক কালো অধ্যায়। সেদিনে নৃশংসতম মানবহত্যার দিনটিকে স্মরণ করে দক্ষিণ আফ্রিকায় পালিত হয়েছে গণহত্যা দিবস।
শুক্রবার ( ২৫ মার্চ) সকাল দশটায় দক্ষিণ আফ্রিকার পিট্রোরিয়ার বাংলাদেশ দূতাবাস হলরুমে প্রবাসীদের উপস্থিতিতে এ গণহত্যা দিবস পালন করা হয়।
বিজ্ঞাপন
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রাষ্ট্রদূত নুর-ই হেলাল সাইফুর রহমানের সভাপতিত্বে গণহত্যা দিবস কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বার্তা পাঠ, আলোচনা সভা ও বিশেষ তথ্যচিত্রের প্রর্দশন।
২৫ মার্চের কাল রাত্রিতে অপারেশন সার্চ লাইটের নামে নিরীহ-নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি হানাদারদের চালানো গণহত্যার নিন্দা জানিয়ে আলোচনা সভায় ১৯৭১ সালের কমকাণ্ডের জন্য বাংলাদেশের কাছে পাকিস্তানের ক্ষমা প্রার্থনা এবং ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন বক্তারা।
একই সঙ্গে ২৫ মার্চ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
দূতাবাস আয়োজিত গণহত্যা দিবস আলোচনা সভায় হাইকমিশনের কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগ, যুবলীগ, সাধারণ প্রবাসীরা উপস্থিত ছিলেন।
এসএম