স্বাধীনতা দিবসে লাল-সবুজ আলোয় সাজবে রিয়াদের কিংডম টাওয়ার
বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিংডম টাওয়ারকে লাল-সবুজের আলোয় সাজানো হবে। আলোকসজ্জ্বার মাধ্যমে টাওয়ারের গায়ে ফুটিয়ে তোলা হবে বাংলাদেশের পতাকা। ২৬ মার্চ বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট পর্যন্ত এ আলোকসজ্জা দৃশ্যমান থাকবে।
বুধবার (২৩ মার্চ) সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞাপন
সৌদির রাজধানী শহরের ৯৯ তলা কিংডম টাওয়ারকে রিয়াদের অন্যতম দর্শনীয়স্থান হিসেবে বিবেচনা করা হয়। ৩শ মিটার উঁচু এবং ১ লাখ ৮৫ বর্গকিলোমিটার এলাকাজুড়ে নির্মিত টাওয়ারটিকে ২০০৩ সালে পুরস্কৃত করে ওয়ার্ল্ড স্কাইস্ক্যাপারস কমিশন।
অন্য দিনগুলোতে কিংডম টাওয়ারকে বিভিন্ন আলোয় আলোকিত করা হয়। ২৬ মার্চ সেখানে বাংলাদেশের পতাকার রং আলো ছড়াবে।
আইএসএইচ