নরসিংদী জেলার ৭টি এবং কিশোরগঞ্জ জেলার ১টি আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সঙ্গে ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিম, নরসিংদী ও কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাদের যৌথ সভায় কমিটির নামগুলো চূড়ান্ত করা হয়।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদনের সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়। 

স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক নাজমুল হাসানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নরসিংদী জেলার সভাপতি ভি.পি নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার সামস্ কেনেডী নরসিংদী জেলার ৩টি ইউনিট কমিটি অনুমোদন করেন। এছাড়াও সিদ্ধান্ত মোতাবেক নরসিংদী জেলার সদর উপজেলা, নরসিংদী শহর, রায়পুরা উপজেলা, রায়পুরা পৌর এবং কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা কমিটি কেন্দ্রীয় দপ্তর থেকে অনুমোদন ও প্রকাশ করা হয়।

নরসিংদী জেলার অনুমোদিত ইউনিট কমিটি হলো-

নরসিংদী সদর উপজেলা-

আহ্বায়ক : তৌহিদ উদ্দিন ভূইয়া। সদস্য সচিব : আল আমিন পাটোয়ারী। যুগ্ম আহবায়ক : মাহাবুব হোসেন নয়ন,  মো: রুবেল আহমেদ, মো. নায়েব আলী, ইঞ্জিনিয়ার হোসেন মামুন, তানভীর আহমেদ, রুমন মিয়া, কামরুজ্জামান ভুইয়া, এম এ কাদির সরকার ও মাসুম হোসেন সাদ্দামসহ ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি।

নরসিংদী পৌর-

আহ্বায়ক : নাজমুল ইসলাম ভূইয়া। সদস্য সচিব : মো. লাজওয়াল হোসেন আদর। যুগ্ম আহ্বায়ক : সাদেকুল ইসলাম সাদ্দাম, মাহবুবুর রহমান, শাহাদাৎ হোসেন তপু, মো. ওবায়দুল ইসলাম তপু, সাজেদুল হক লিংকন, মামুন মিয়া, আবু নাঈম পাঠান, শাহিন শিমুল ও হানিফ মিয়াসহ ২৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি।

রায়পুরা উপজেলা-

আহ্বায়ক : মো. আক্তার হোসেন। সদস্য সচিব : মো. ইয়াকুব আলী। যুগ্ম-আহ্বায়ক : পলাশ সরকার, সিরাজুল ইসলাম সুরুজ, মোবারক হোসেন কবির, কাজী সালমান, নুরুজ্জামান ভুইয়া জামান, শামীম খন্দকার, আলমগীর তালুকদার, এনামুল হক মনির ও দেলোয়ার হোসেনসহ ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি।

রায়পুরা পৌর-

আহ্বায়ক : মো. জাকির হোসেন। সদস্য সচিব :  মো. আব্দুল্লাহ আল মাসুদ। যুগ্ম-আহ্বায়ক : মো. সোহেল আহমেদ, মো. ইমদাদুল হক আলমগীর, মো. রুবেল মিয়া, মো. সুমন মিয়া, মো. রিনাত চৌধুরী সবুজ, আবু সালমান মিয়া ও মো. জাহাঙ্গীর হোসেনসহ ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি।

মনোহরদী উপজেলা-

আহবায়ক: মো. শহিদুল ইসলাম। সদস্য সচিব : মোজাম্মেল হক ভূঁইয়া উজ্জল। যুগ্ম-আহ্বায়ক : সফিউদ্দিন আকন্দ করুন, মো. শিহাব উদ্দিন, মো. মাহফুজুল হক নীলু, মো. ইসমাইল ভুঁঞা, শফিকুল ইসলাম মোড়ল, মো. শরিফুল ইসলাম, হাসেম ঢালী, আল ইমরান আকন্দ সুমন ও মো. কামরান আকমলসহ ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি।

মনোহরদী পৌর-

আহবায়ক : মো. জাকারিয়া। সদস্য সচিব : মো. মাহফুজ মিয়া। যুগ্ম-আহ্বায়ক : মো. ইমরান হোসাইন, মামুন মিয়া, আক্তার মিয়া, নয়ন সরকার, এনামুল কবির, বোরহান উদ্দিন, শামীম সর্দার ও মো. মাসুদ রানাসহ ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি।

বেলাব উপজেলা-

আহবায়ক : মো. কয়েস মিয়া। সদস্য সচিব : মো. জহিরুল ইসলাম সবুজ। যুগ্ম-আহবায়ক : তৌহিদুল ইসলাম তুহিন, মো. রাজিব মিয়া, মো. খোকন ভুইয়া, জহিরুল হক রুবেল, মো. হিমেল ভুঁইয়া, আকরাম হোসেন জেকি ভুঁইয়া, শাহরিয়ার হাসান সুমন, মো. মুক্তার হোসেন, মো. আলাল মিয়া ও মো. শ্যামল মিয়াসহ ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি।

অন্যদিকে কিশোরগঞ্জ জেলার অনুমোদিত ইউনিট কমিটি হলো-

বাজিতপুর উপজেলা- 

আহ্বায়ক : মো. কবির হোসনে। সদস্য সচিব : মো. কাউছার মিয়া। যুগ্ম-আহবায়ক : মো. রনি ভূইয়া, আশরাফুল ইসলাম সোহেল, শহীদুল হক সোহেল, মো. ইফতেখার আহম্মেদ (খাজা মোল্লা), মো. আমজাদ হোসেন, শরীফুল ইসলাম শরিফ, জাকির হোসেন, মো. আরিফুল ইসলাম খান জয় ও মো. মাসুম মিয়াসহ ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি।

আরএম/আইএসএইচ