জিয়ার হাত ধরে দেশে বিকৃত শিক্ষাব্যবস্থা চালু হয়েছিল
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে বিকৃত শিক্ষাব্যবস্থা চালু হয়েছিল বলে অভিযোগ করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
রোববার রাজধানীর জাতীয় জাদুঘরে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সাড়ে তিন বছরের মাথায় বাংলাদেশকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছিল বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে। পঁচাত্তর পরবর্তী আমাদের প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে দেওয়া হয়নি। দেশে একটি বিকৃত শিক্ষাব্যবস্থা, অস্থির সামাজিকতা, লুটেরা অর্থনীতি এবং দুর্নীতিবাজ সমাজ ব্যবস্থা তৈরি হয়েছিল জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়ার হাত ধরে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশের মানুষ সত্য ইতিহাস, মুক্তিযুদ্ধকে জানছে। বঙ্গবন্ধুর আদর্শ জানছে এবং জীবন থেকে শিক্ষা নিচ্ছে। বাংলাদেশ পৃথিবীতে একটি সম্ভাবনার নাম। বাংলাদেশ একটি রোল মডেলের নাম।
নৌ প্রতিমন্ত্রী বলেন, যে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি অহংকারের জাতিতে পরিণত হয়েছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা পঁচাত্তরে হারিয়ে যাওয়া অহংকার ফিরে পেয়েছি। দুনিয়া আজ বাংলাদেশকে স্মরণ করছে, খেয়াল রাখছে। প্রধানমন্ত্রী আজ প্রশংসিত হচ্ছেন। যার ছোঁয়া আজকে ১৮ কোটি মানুষের মাঝে ছড়িয়ে যাচ্ছে। আমাদের এই অহংকারের জায়গা ধরে রাখার জন্য সবাইকে শপথ নিতে হবে।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, গত ৩৪ বছর যাবত শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ বাংলাদেশের শিশুদের সঠিক ইতিহাস ও সত্যকে জানানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা সংস্কৃতিক অঙ্গন ও খেলাধুলা অঙ্গনে বিশেষ ভূমিকা রাখছে। এই পরিষদ গঠিত হয়েছিল বলেই আজ বাংলাদেশ সত্য জানতে পারছে, শিশুদের মধ্যে ভালোবাসা ও প্রেম তৈরি হয়েছে বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব কে এম শহিদ উল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাবেক সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা প্রমুখ।
এইউএ/এনএফ