জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু হেফাজতে ইসলামকে জঙ্গি বানিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ।

বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। 

কাজী ফিরোজ রশীদ বলেন, ‘হেফাজতে ইসলামকে জঙ্গি বানাইছে ইনু সাহেব। আরে জঙ্গি কারে বলে? আন্দোলন তো মানুষই করে। আন্দোলন করবে, আন্দোলন অনেক সময় সহিংসতায় চলে যায়। কিন্তু তারা জঙ্গি নয়, জঙ্গি হচ্ছে সশস্ত্র বিপ্লব যারা করে সরকারকে হঠানোর জন্য, যেটা ইনু সাহেবরা করেছিলেন।’  

তিনি বলেন, ‘সেদিন (পঁচাত্তর সালে) জাসদ যদি ক্ষেত্র প্রস্তুত না করত বঙ্গবন্ধুকে কেউ হত্যা করতে পারত? বঙ্গবন্ধুকে কেউ এভাবে নির্মমভাবে হত্যা করার দুঃসাহস পেত? সমস্ত ক্ষেত্র তারা প্রস্তুত করেছিল। আজকে বলে আমরা কিছু জানি না।’

জাতীয় পার্টির এ সংসদ সদস্য বলেন, ‘জাসদ ১৯৭৩ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত এই দেশে হাজার হাজার যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ কর্মীদের হত্যা করেছে। অনেক পুলিশ ফাঁড়ি তারা দখল করেছে, পুলিশ ফাঁড়ি লুট করেছে, থানা লুট করেছে, ট্রেজারি লুট করেছে। ঈদের জামাতে আওয়ামী লীগের এমপিদের তারা হত্যা করেছে দিনের বেলায়।  ঈদের জামাতে বসা অবস্থায় হত্যা করেছে। তারা যদি এখন আরেকটি সংগঠনকে জঙ্গি বলে, সেটা মানায়?’

তিনি বলেন, ‘জাসদের একটা পত্রিকা ছিল গণকন্ঠ। সেই পত্রিকা পড়ে দেখুন, সেদিন কি না বানাইছে আমাদের। চোর-ডাকাত সব কিছু বানাইছে তারা। স্বাধীনতার শত্রুরা ওই পত্রিকা পড়ত। সব মানুষকে তারা ক্ষিপ্ত করে তুলেছিল। এই জাসদ আজকে গণতন্ত্রের কথা বলে, বঙ্গবন্ধুর কথা বলে।’

রাশেদ খান মেননকে উদ্দেশ করে কাজী ফিরোজ রশীদ বলেন, ‘যারা গণতন্ত্রের মর্ম বুঝে না, স্বাধীনতার মর্ম বুঝে না তাদের সঙ্গে আবার কীসের কথা। র‌্যাব যদি একদিন বলে যে রাতে আমরা বের হব না, র‌্যাব ক্যাম্পে থাকবে, নামাজ-রোজা করবে, তাহলে ওই দিন এ দেশ সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হবে।’

তিনি বলেন, ‘কোনো মানুষ ঘর থেকে বের হতে পারবে না। মাদকের স্বর্গরাজ্যে পরিণত হবে। একটা সুশৃঙ্খল বাহিনীকে ধ্বংস করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবশ্যই বিষয়টি দেখতে হবে। এতদিন তারা লবিস্ট নিয়োগ করল আমরা কেন পাল্টা লবিস্ট নিয়োগ করতে পারলাম না? এ ষড়যন্ত্র মানব না। এত কষ্ট করে যে স্বাধীনতা এনেছি, সেই স্বাধীনতা এভাবে কেউ নষ্ট করবে এটা আমরা চাই না।’

এইউএ/আরএইচ