রাজধানীর পল্টন, আরামবাগ, শান্তিনগর এলাকার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটি।

শনিবার রাজধানীর পল্টনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে অসহায়, হতদরিদ্র, নিঃস্ব, ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন দলের নেতারা।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা ঢাকার বিভিন্ন স্থানে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। তিনি দুস্থ গরিব মানুষদের পাশে আছেন। আমরা চেষ্টা করছি আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়ে এই মানুষদের পাশে দাঁড়াতে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন ও পরিবেশ উপ কমিটির সদস্য মিজানুর রহমান লিটন, আনোয়ার হোসেন, ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এনামুল হক আবুল, রমনা থানা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক মো. মহসিন। 

এইউএ/আরএইচ