রাষ্ট্রপতির সংলাপ নিয়ে দলীয় অবস্থান জানাতে এলডিপির সংবাদ সম্মেলন
নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির চলমান সংলাপে অংশ গ্রহণ নিয়ে দলীয় অবস্থান জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে ড. কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
বুধবার (৫ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর এফডিসি সংলগ্ন এলডিপির দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনের প্রসঙ্গে জানতে চাইলে অলি আহমদ ঢাকা পোস্টকে বলেন, রাষ্ট্রপতির সংলাপসহ দেশের সার্বিক বিষয় নিয়ে আলোচনার জন্য এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। আগামীকাল বিস্তারিত জানতে পারবেন।
রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবেন কিনা জানতে চাইলে অলি আহমদ বলেন, এই বিষয়ে আমরা এখনও কোনো সিদ্ধান্ত নেইনি। সংলাপের বিষয়ে আজ বিকেলে আমাদের দলীয় বৈঠক আছে। সংলাপে অংশগ্রহণ করা বা না করার বিষয়ে সেখানে সিদ্ধান্ত হবে।
অলি আহমদের প্রেস সচিব সালাউদ্দিন রাজ্জাক জানান, সংবাদ সম্মেলনে এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, মহাসচিব ড. রেদোয়ান আহমদসহ সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।
এএইচআর/এমএইচএস