রাষ্ট্রপতির সঙ্গে বিকল্পধারার সংলাপ রোববার
নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির চলমান সংলাপের অংশ হিসেবে এবার ডাক পেয়েছে অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন দল বিকল্পধারা। আগামী ২ জানুয়ারি দলটি সংলাপে অংশ নেবে।
শুক্রবার (৩১ জানুয়ারি) বি. চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম জানান, একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান আলোচনার অংশ হিসেবে বিকল্পধারা বাংলাদেশ আগামী ২ জানুয়ারি সন্ধ্যায় বঙ্গভবনে সংলাপে বসছে।
বিজ্ঞাপন
বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেবে। অন্য সদস্যরা হলেন বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী, মাজহারুল হক শাহ চৌধুরী, অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী, সাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, যুগ্ম মহাসচিব এনায়েত কবির।
এএইচআর/আইএসএইচ