মহিলা দলের মিছিলের চেষ্টা, পুলিশের বাধা
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে মানববন্ধন শেষে মহিলা দলের নেতাকর্মীরা মিছিল করতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েছে। এ সময় উভয়পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের ফুটপাতে মানববন্ধন করে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়বাদী মহিলা দল। পরে সাড়ে ১১টার দিকে তারা মিছিলের চেষ্টা করলে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
মহিলা দলের নেতাকর্মীদের কেন মিছিল করতে বাধা দেওয়া হয়েছে? জানতে চাইলে ঘটনাস্থলে উপস্থিত পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার আবুল হাসান বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মহিলা দলের মানববন্ধন কর্মসূচি ছিল। আপনারা দেখেছেন সেখানে আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি। আজ সপ্তাহের শেষ দিন, রাস্তায় প্রচন্ড যানজট রয়েছে। মানুষের সংখ্যাও বেশি। সপ্তাহের শেষ কর্মদিবসে যেহেতু বেশি ভিড় থাকে, আমরা মহিলা দলের নেতাদের অনুরোধ করেছিলাম যেন রাস্তায় কোনো মিটিং-মিছিল না করে। কিন্তু তারা আমাদের এ নির্দেশনা অমান্য করে মিছিল করার চেষ্টা করেছিল, আমরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে তাদের এখানে (দলীয় কার্যালয়ের সামনে) আটকে দিয়েছি। অনুরোধ করে তাদের ভেতরে (কার্যালয়ের ভেতরে) পাঠিয়ে দিয়েছি। কিন্তু তারা আমাদের পুলিশের সদস্যদের সঙ্গে বেশ খারাপ আচরণ করেছেন।
এর আগে মানববন্ধনে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে মন্ত্রীরা বলেন আইনে তাকে বিদেশে যেতে দেওয়ার সুযোগ নেই। আসলে দেশে কি আইনি প্রক্রিয়া আছে? যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা লক্ষ্মীপুরে এক আইনজীবীকে হত্যা করেছে। সম্প্রতি রাষ্ট্রপতি তাদের ক্ষমা করে দিয়েছে। এ হচ্ছে আইনি প্রক্রিয়া। জনগণ বলে এটি আইনি প্রক্রিয়া নয়, এটি হচ্ছে শেখ হাসিনা প্রক্রিয়া। শেখ হাসিনা প্রক্রিয়ায় যদি কোনো বিচারপতি নিরপেক্ষ রায় দেন তাকে দেশ ছেড়ে পালাতে হয়।’
তিনি বলেন, ‘আজ দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে ধুকে-ধুকে মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়া হয়েছে। এর জন্য কেউ দায়ী নয়, একজন মাত্র দায়ী, তিনি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি মনে করেছেন— অনেক নিরাপদে আছেন। চারদিকে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিএনপির কি করার আছে। আমি তো নিরাপত্তার মধ্যে আছি। আমি প্রধানমন্ত্রীকে বলব, আপনি চারদিকে যত নিরাপত্তা দেখছেন, এ নিরাপত্তা নিরাপত্তা নয়। ঘরের মধ্যে কোথায় যে ছিদ্র আছে, তা দিয়ে আপনার কাছে হাজির হতে পারে।’
রিজভী আরও বলেন, ‘খালেদা জিয়ার কিছু হয়ে গেলে আপনি নিরাপদ। আপনার সামনে আর কোনো কাঁটা থাকবে না। আপনি যত খুন-গুম, দুর্নীতি করেছেন, মনে করবেন না আপনি নিরাপদ।’
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত অবনতির দিকে— উল্লেখ করে রিজভী বলেন, ‘গতকালও চিকিৎসকরা বলছেন- তিনি জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন। যিনি বারবার গণতন্ত্রকে ফিরিয়ে এনেছেন, তার প্রতি এ অবিচার জনগণ মেনে নেবে না। প্রস্তুত হচ্ছে, রাস্তায় রাস্তায় আপনার এ দুর্বৃত্তদের ব্যারিকেড করে সিংহাসন রাস্তায় লুটিয়ে দেওয়ার জন্য সবাই প্রস্তুত।’
মানববন্ধনে উপস্থিত ছিলেন— মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, মহিলা দলের নেত্রী হেলেন জেরিন খানসহ সংগঠনটির নেতাকর্মীরা।
এএইচআর/এসএসএইচ