হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিকভাবে মারাত্মক অসুস্থ বলে জানিয়েছেন দলটির ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম। 

তিনি বলেন, খালেদা জিয়াকে কারাগারে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হয়নি। ধীরে ধীরে চিকিৎসাধীন অবস্থায় তাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা চলছে। সরকারপ্রধানসহ মন্ত্রী-নেতারা একেকজন একেক রকম বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। আসলে দেশনেত্রীর মুক্তি ও চিকিৎসার পথে বড় অন্তরায় হচ্ছে সরকার।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কার্যালয় ভাসানী ভবনে পল্টন থানার ১৩ নম্বর ওয়ার্ডের কর্মীসভায় এসব কথা বলেন তিনি।

খালেদা জিয়ার চিকিৎসার জন্য মুক্তি ও বিদেশ যাত্রার অনুমতি না দেয় তাহলে বিএনপি সরকারের পতন আন্দোলন করবে বলে হুশিয়ারি দেন সালাম।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীর সভাপতিত্বে কর্মীসভায় উপস্থিত ছিলেন দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, যুগ্ম আহ্বায়ক এস কে সিকান্দার কাদির, দফতরের দায়িত্ব থাকা সাইদুর রহমান মিন্টু, সদস্য লোকমান হোসেন ফকির, এস এম আব্বাস, শামছুল হুদা কাজল, ফজলে রুবাইয়াত পাপ্পু, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব খন্দকার এনামুল হক প্রমুখ।

এএইচআর/ওএফ