চট্টগ্রামে ভেঙে পড়ল বিএনপির মঞ্চ
বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ চলাকালে মঞ্চ ভেঙে পড়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। মঙ্গলবার ( ৩০ নভেম্বর) বাকলিয়া কালামিয়া বাজারের কে বি কনভেনশন হল সংলগ্ন মাঠে আয়োজিত সমাবেশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ২টার পর বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ শুরু হয়। স্থানীয় নেতারা বক্তব্য রাখার সময় মঞ্চে বিএনপির সিনিয়র নেতাদের পাশাপাশি অন্যান্য নেতাকর্মীরাও উঠে পড়েন। এতে নেতাকর্মীদের ভারে ভেঙে পড়ে মঞ্চটি। এ সময় মঞ্চে ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর।
বিজ্ঞাপন
সংশ্লিষ্টরা বলছেন, অতিরিক্ত ওজনের কারণেই মঞ্চটি ভেঙে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, আমরা প্রশাসন থেকে সমাবেশ করার অনুমতি চেয়েছি অনেক আগেই। সোমবার দুপুরে পুলিশ প্রশাসন সিআরবিতে সমাবেশ করার জন্য অনুমতি দেয়। সেখানে আমরা সমাবেশ করার প্রস্তুতি শুরু করি। এরপর রাতে বলে বাকলিয়ার এখানে সমাবেশ করার জন্য। আমরা মঞ্চ তৈরি করার বেশি সময় পাইনি। তাই ভালো করে মঞ্চ তৈরি করতে পারেনি। এ জন্য তা ভেঙে পড়েছে।
এদিকে মঞ্চ ভেঙে যাওয়ার পরও ভাঙা মঞ্চে দাঁড়িয়ে বিএনপি নেতারা বক্তব্য রাখেন। মঞ্চ ভেঙে যাওয়ার প্রায় ১৫-২০ মিনিট পর সমাবেশে উপস্থিত হন প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিএনপির সমাবেশ চলছিল।
কেএম/এসকেডি