নূরুল ইসলাম জিহাদীর মৃত্যুতে হেফাজত একজন অভিভাবক হারাল
হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদীর মৃত্যুতে শোক জানিয়েছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ।
সোমবার (২৯ নভেম্বর) দুপুরে এক শোক বার্তায় দলটির আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, আল্লামা নুরুল ইসলাম জিহাদী একজন বরেণ্য ও প্রথিতযশা আলেমেদীন ও শায়খুল হাদীস ছিলেন।
বিজ্ঞাপন
এতে আরও বলা হয়, আল্লামা নুরুল ইসলাম জিহাদী ইসলাম, দেশ ও মানবতার পক্ষে ব্যাপক কাজ করেছেন। ফেরক্বায়ে বাতিলা, বিশেষ করে মহানবী হযরত মুহাম্মদ সা. এর দুশমন কাদিয়ানীবিরোধী আন্দোলনে অন্যতম ভূমিকা পালন করেছেন তিনি।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, আল্লামা নূর হোসাইন কাসেমীর মৃত্যুর পর তিনি (আল্লামা নুরুল ইসলাম জিহাদী) হেফাজতে ইসলামের মহাসচিব নির্বাচিত হয়ে আলেমদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আন্তরিক চেষ্টা করেছেন। তিনি চরমোনাই বার্ষিক মাহফিলেও অংশগ্রহণ করে মুসলিম উম্মাহর উদ্দেশে মূল্যবান বয়ান করেছেন।
চরমোনাই বলেন, নূরুল ইসলাম জিহাদী দীনের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। তিনি অসংখ্য মাদরাসা, মসজিদসহ দীনি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তার হাজার হাজার ছাত্র বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে। তার মৃত্যুতে দেশবাসী দীনের একজন দরদি অভিভাবককে হারাল। যার অভাব দীর্ঘদিন অনুভূত হবে।
সোমবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর ল্যাব এইডে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী।
এর আগে শনিবার থেকে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নুরুল ইসলাম জিহাদী। তার ছেলে মোর্শেদ বিন নূর গতকাল জানিয়েছিলেন শনিবার রাত ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার বাবাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
এএইচআর/এমএইচএস