জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম বলেছেন, আমরা আলাদিনের আশ্চর্য প্রদীপ পেয়েছি। সেই প্রদীপ হলো শেখ হাসিনা।

আজ (বৃহস্পতিবার) একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদে বিশেষ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। 

ফখরুল ইমাম বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধের পেছনের সব উদ্দেশ্য রাতারাতি পূরণ হয়ে যাবে। এমন ভাবার কোনো কারণ নেই। তবে দেশপ্রেম, সততা ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনা হলে অল্প সময়ের মধ্যে অর্জন করতে পারবো।’

জাপার এই সংসদ সদস্য বলেন, উন্নত দেশ হতে হলে, মানুষের উন্নতির ব্যবস্থার দরকার। এক জরিপে দেখা যায় দেশের দুই কোটি ৩৪ লাখ মানুষ এখনও অনুন্নত ও অস্বাস্থ্যকর পায়খানা ব্যবহার করে। দেড় শতাংশ মানুষ খোলা জায়গায় মল ত্যাগ করে।

সামনের দিনগুলোতে বাংলাদেশকে কিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে জানিয়ে ফখরুল ইমাম বলেন, সেগুলো হলো লোহার হাতে দুর্নীতির লাগাম ধরতে হবে। জনসংখ্যার বৃদ্ধির হার কমানো, বেকারত্ব সহনীয় পর্যায়ে নিয়ে আসা, করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক চাপ মোকাবিলা করা, রোহিঙ্গা প্রত্যাবাসনে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো, উগ্রবাদ ও সাম্প্রদায়িকতা মোকাবিলা করা, দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনা, গণতান্ত্রিক চাকা অব্যাহত রাখা ও সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া।

এইউএ/এনএফ