বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাতে এবং তাকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যে দলীয় অবস্থান জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। সংবাদ সম্মেলনে বক্তব্য তুলে ধরবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান ঢাকা পোস্টকে বলেন, সংবাদ সম্মেলনে ম্যাডামের চিকিৎসার সর্বশেষ অবস্থা ও সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে কথা বলবেন মহাসচিব।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, গতকাল (বুধবার) প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে ম্যাডামের (খালেদা জিয়া) বিদেশে চিকিৎসা নেওয়ার প্রসঙ্গসহ একাধিক ইস্যুতে কথা বলছেন। আজ সংবাদ সম্মেলনে সেই সব বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া ব্যক্ত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে ম্যাডামের চিকিৎসার সর্বশেষ অবস্থাও তুলে ধরা হবে।

প্রসঙ্গত, বুধবার খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খালেদা জিয়াকে কারাগার থেকে নিয়ে বাসায় থাকতে দিয়েছি, এটাই কি বেশি নয়? আপনাকে যদি কেউ হত্যার চেষ্টা করত, আপনি কি তাকে গলায় ফুলের মালা দিয়ে নিয়ে আসতেন?’

এএইচআর/এসএসএইচ