জনগণের পকেট কাটতেই তেল-গ্যাসের দাম বৃদ্ধি : এলডিপি
সরকার জনগণের পকেট কাটতেই জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক দল এলডিপি।
দলটির একাংশের সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ডিজেল-কেরোসিন ও এলপিজি গ্যাসের দাম বাড়ানোর ফলে কৃষি উৎপাদনে সেচ খরচ বাড়বে। ইতোমধ্যে গণপরিবহন ও লঞ্চ মালিকরা ধর্মঘটের নামে জনগণকে জিম্মি করে ফেলেছে।
বিজ্ঞাপন
শনিবার (৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এসব কথা বলেন।
দলটির এই দুই শীর্ষ নেতা বলেন, ডিজেলের দাম বেড়ে যাওয়ায় যাত্রীভাড়া ও পণ্য পরিবহন ব্যয় বাড়বে। এলপিজির দাম বেড়ে যাওয়ায় পরিবহন ভাড়া এবং বাসাবাড়ি ও হোটেল-রেস্টুরেন্টে রান্নার খরচ বাড়বে। ফলে ক্ষতিগ্রস্ত হবে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত জনগণ। যে জনগণের জন্য কোনো অনুভূতি এই অনির্বাচিত সরকারের নেই।
চলমান পরিস্থিতিতে ডিজেল-কেরোসিন ও এলপিজি গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়ে এলডিপির নেতারা বলেন, এমনিতেই চাল-ডাল, তেল-পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা। এমন সময় ডিজেল-কেরোসিন এবং এলপিজির দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা।
এএইচআর/এইচকে