ঢাকা  মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের সঙ্গে বৈঠক করেছে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টু রোডে ঢাকা মহানগর পুলিশের প্রধান কার্যালয়ে কমিশনার শফিকুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাৎ শেষে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, আমরা আজকে ডিএমপি কমিশনার সঙ্গে বৈঠক করেছি। সেখানে বিভিন্ন সময় আমাদের কর্মসূচিতে পুলিশের ‘হামলার’ বিষয়টি তুলে ধরেছি। আগামীতে ঢাকা মহানগরের প্রতিটি ওয়ার্ডে আমরা কর্মী সভা করব, সেই বিষয়টিও জানিয়েছি। ওই সভাগুলোয় নিরাপত্তা দেওয়ার জন্য ডিএমপি কমিশনারকে অনুরোধ জানিয়েছি। তিনি আমাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

তিনি আরও বলেন,  আওয়ামী লীগ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সমাবেশ শেষ করে রাস্তায় মিছিল বের করতে পারে। তাহলে আমরা কেন পারব না? এটা তো প্রত্যেক নাগরিকের অধিকার। এই বিষয়টি আমরা পুলিশ কমিশনারকে জানিয়েছি। তিনিও আমাদের সঙ্গে একমত পোষণ করেছেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, আগামী ৫ ও ৬ নভেম্বর রাজধানীর পৃথক স্থানে অনুষ্ঠিতব্য আলোচনা সভার বিষয়টি পুলিশকে জানিয়েছি। তারা আমাদের সভা করার অনুমতি দিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আমিনুল হক। 

এএইচআর/এসকেডি