ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার সঙ্গে বৈঠক করবে বিএনপি। মঙ্গলবার (২ নভেম্বর) দুপুর ১২টায় দলটির দুই সদস্যের প্রতিনিধি দল দেখা করতে যাবে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া ইউংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ঢাকা মহানগর বিএনপির শীর্ষ নেতারা ঢাকার পুলিশ কমিশনার সঙ্গে বৈঠক করবেন। প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন- ঢাকা মহানগর উত্তর (বিএনপি) আহ্বায়ক কমিটির আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণ কমিটির আহ্বায়ক আব্দুস সালাম।

এএইচআর/এসএসএইচ