রাজধানীর তেজগাঁও এলাকার একটি বাসায় অনুষ্ঠিত মিলাদ মাহফিল থেকে বিএনপির ২০ থেকে ২৫ জন নেতাকর্মীকে আটকের অভিযোগ করা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আমিনুল হক দাবি করেন, রোববার (৩১ অক্টোবর) দুপুরে তেজগাঁও এলাকার নাখালপাড়ার নিখোঁজ বিএনপির নেতা সুমনের বাসায় মিলাদ মাহফিল করতে এবং তার অসুস্থ মাকে দেখতে যান বিএনপি নেতাকর্মীরা। এ সময় পুলিশ ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর শতাধিক সদস্য বাসা ঘেরাও করে রাখে। তখন তাকে এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আমান উল্লাহ আমানসহ শতাধিক নেতাকর্মীকে বাসার মধ্যে অবরুদ্ধ করে রাখা হয়। পরে আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আখতার হোসেনসহ ২০ থেকে ২৫ জন নেতাকর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ।

বিএনপির নেতাকর্মীদের আটকের ঘটনায় রোববার গুলশান বিএনপির চেয়ারপারসনের অফিসে এক সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।

আমিনুল হক বলেন, আমরা এখন গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এসেছি। বিকেলে এ বিষয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলন ডেকেছেন। সেখানে আটককৃতদের বিষয়ে বিস্তারিত তুলে ধরব।

তবে আটকের বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক তেজগাঁও থানার পুলিশের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, বিএনপির নেতাকর্মীরা একটি গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে আমরা সেখানে যাই। বৈঠকের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৭-৮ জনকে আটক করে এনেছি। 

এএইচআর/এইচকে