পূজামণ্ডপে হামলায় বিএনপি নেতাকর্মীদের সম্পৃক্ততা নেই : ফখরুল
পূজামণ্ডপে হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের অভিযুক্ত করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, পূজামণ্ডপে হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের কোনো সম্পৃক্ততা নেই। তারপরও বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২৭ অক্টোবর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফখরুল এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, দুর্গাপূজার সময় দেশে হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপে ও মন্দিরে যে হামলা হয়েছে তা সরকারই পরিকল্পিতভাবে ঘটিয়েছে।
প্রত্যেকটি ঘটনাই সরকার বা সরকারি দলের ইন্ধনে হয়েছে। এখন বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দেওয়া হচ্ছে গ্রেফতার বাণিজ্য করার জন্য,- যোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।
পিএসডি/এমএইচএস