নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীরা, পুলিশের বাড়তি নিরাপত্তা
সরকারের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ব্যর্থতার প্রতিবাদে মিছিলের আয়োজন করেছে বিএনপি। এ মিছিলে অংশ নিতে রাজধানী ও আশপাশের এলাকা থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হয়েছেন দলটির নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল থেকে রাজধানীর আশপাশের এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে থাকেন। এসময় বিএনপির নেতাকর্মীদের বাধা ও তাদের ওপর পুলিশ হামলা চালিয়েছে বলে দাবি করেছেন দলটির নেতারা।
বিজ্ঞাপন
নয়াপল্টন কার্যালয়ের সামনে পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চে বক্তব্য দেওয়ার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সকাল থেকে পুলিশ বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে। সকাল থেকে পুলিশ আমাদের অনেক নেতাকর্মীকে গ্রেফতার করেছে। অনেকের ওপর হামলা করেছে। মিছিল শেষ হওয়ার আগেই তাদের মুক্তি দিতে হবে।
বিএনপির এ প্রতিবাদ মিছিল নয়াপল্টন থেকে শুরু হয়ে বিজয়নগর-পল্টন হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এদিকে বিএনপির মিছিলকে কেন্দ্র করে ফকিরাপুল ও নয়াপল্টন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, মিছিলকে কেন্দ্র করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে সাদা পোশাকে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।
এএইচআর/এসএসএইচ