দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)। রোববার (১৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ডা. এম. এ. সামাদ।
সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ডা. এম. এ. সামাদ বলেন, অবৈধ সরকার আর লুটেরা সিন্ডিকেট মিলে লুটপাটের কারণে দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। লুটেরা ব্যবসায়ী সিন্ডিকেট একদিকে বাজার অন্যদিকে সরকারকে নিয়ন্ত্রণ করছে। গণবিরোধী সরকার লুটেরা মুনাফাখোর মজুদদারদের পাহারাদার হিসেবে সিন্ডিকেটকে রক্ষা করছে, জনগণের প্রতি বিনা ভোটে নির্বাচিত সরকারের কোনো দায় নেই।
বিজ্ঞাপন
অবিলম্বে চাল, ডাল, তৈলসহ সব নিত্যপণ্যের মূল্য কমানোর দাবি জানিয়ে সামাদ বলেন, একে তো করোনায় মানুষ দিশেহারা, তারপর দ্রব্যমূল্য মরার ওপর খাড়ার ঘাঁ। বর্তমান দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। মানুষের আয়ের সঙ্গে দ্রব্যমূল্যের কোনো মিল নেই। মানুষ এখন ৫০০ টাকা নিয়ে বাজারে গেলে ২/৩ কেজি সবজি কিনে বাসায় ফিরতে পারে। মাংস তো সাধারণ মানুষ মাসে একবারও কিনে খেতে পারে না। এ অবস্থা চলতে থাকলে মানুষ না খেয়ে মরবে। তাই অতিদ্রুত সব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবি জানাচ্ছি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফা আল খালিদ, মার্কসবাদী কৃষক মঞ্চের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড তালিবুল ইসলাম, কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড সামছুল হক সরকার, কমরেড আমিনুল ইসলাম, পার্টির ঢাকা মহানগর উত্তরের সভাপতি কমরেড তারিকুল ইসলাম বিডি, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কমরেড আলাউদ্দিন, গণতান্ত্রিক নারী মঞ্চের নেত্রী কমরেড মিলি, ছাত্রনেতা কমরেড আদিত্য রহমান সুমন প্রমুখ।
ওএফ