গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন

কুমিল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পিছনে যারা ইন্ধন যোগাচ্ছে তাদেরকে কঠোর হস্তে দমন করা উচিত বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

তিনি বলেছেন, উগ্র সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম ও যুদ্ধ করে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশের সৃষ্টি করেছি। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার থাকবে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।  

ড. কামাল হোসেন বলেন, প্রত্যেক ধর্মের অনুসারীরা নিজ নিজ ধর্ম পালনে কোনো ধরনের বাধার সম্মুখীন হবে না। পারষ্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি বজায় রেখে সবাই নিজ নিজ ধর্ম ও উৎসব পালন করে যাবে এটাই স্বাভাবিক। 

তিনি বলেন, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে জাতিগত বিরোধ সৃষ্টি করতে চায় তাদের ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। 

এএইচআর/এইচকে