ড. খন্দকার মোশাররফ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ঐক্যবদ্ধ হয়ে, আরও বড় ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে, ইস্পাত কঠিন গণঐক্য তৈরি করে বর্তমান সরকারকে হটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব।  

শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় পার্টি আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন। পার্টির সাবেক যুগ্ম মহাসচিব ও জাতীয় যুব সংহতি আহ্বায়ক মহসিন সরকার স্মরণে এ সভার আয়োজন করা হয়। 

খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকারের অধীনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ২০ দলীয় জোট ও দেশের গণতান্ত্রিক জনগণ আগামী নির্বাচনে যাবে না, যেতে পারে না। সেই নির্বাচন আমরা করতেও দেব না।

তিনি বলেন, স্বৈরাচারী এ সরকারকে হটাতে হবে। এ জন্য কঠিন আন্দোলন করতে হবে। জনগণ আন্দোলনের জন্য প্রস্তুত। তারা এ সরকারের বিদায় চান। জনগণ আমাদের বলছে, আপনারা কী করছেন, আপনারা এ সরকারের বিদায়ের জন্য মাঠে নামেন।

বিএনপির এ নেতা বলেন, যদি দেশকে বাঁচাতে হয়, যদি দেশের স্বার্থ রক্ষা করতে হয়, দেশের জনগণের অধিকার ফিরিয়ে আনতে হয়, ভোটের অধিকার ফিরিয়ে দিতে হয়, তবে এ সরকারকে হটানো ছাড়া আমাদের সামনে বিকল্প কোনো পথ নেই। সরকার হটালে আগামী নির্বাচন একটি নিরপেক্ষ সরকারের অধীনে করা সম্ভব।

সাবেক এ মন্ত্রী বলেন, বর্তমান সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে গণ আন্দোলনের বিকল্প নেই। এ গণ আন্দোলনের জন্য বিএনপি, ২০ দল এবং তার বাইরে যারা গণতান্ত্রিক ব্যক্তি-গোষ্ঠী রয়েছে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। 

জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হাওলাদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহাসচিব আহসান হাবিব লিংকন, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

এমএইচএন/আরএইচ