দলের নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে দুই দফা ধারাবাহিকভাবে ছয় দিনের বৈঠকের পর এবার পেশাজীবী সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। টানা দুই দিনের প্রথম দিনের বৈঠক অনুষ্ঠিত হবে শুক্রবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে।

চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে শুক্রবার (৮ অক্টোবর) ও শনিবার (৯ অক্টোবর) পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির নেতারা উপস্থিত থাকবেন।

শায়রুল কবির খান আরও জানান, বৈঠকে বিএনপিপন্থী ২৫টির মতো পেশাজীবী সংগঠনের নেতা, প্রতিনিধিরা মতবিনিময়ে অংশগ্রহণ করার কথা রয়েছে।

প্রসঙ্গত, এর আগে প্রথম দফায় ১৪ থেকে ১৬ ও দ্বিতীয় দফায় ২১ থেকে ২৩ সেপ্টেম্বর দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতাদের এবং অঙ্গসহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর আরও দুই দফা কয়েকটি সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপি।

এএইচআর/এইচকে