আগামী ২ নভেম্বর অনুষ্ঠিতব্য সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। এই আসনে দলটির মনোনয়ন পেয়েছেন মোক্তার হোসেন। 

মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে জাতীয় পার্টির দফতর সম্পাদক এম.এ. রাজ্জাক খান জানান, আজ জাতীয় পার্টির বনানী কার্যালয়ে চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের আগ্রহী প্রার্থীর সাক্ষাৎকার শেষে মো. মোক্তার হোসেনকে দলের মনোনয়ন দেন। 

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের ৮৬তম সভা শেষে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ূন কবীর খন্দকার।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১০ অক্টোবর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১১ অক্টোবর, আপিল ১২-১৪ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর ও প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর।

উল্লেখ্য, সাবেক সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন গত ২ সেপ্টেম্বর মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। সংবিধান অনুযায়ী, আগামী ৩০ নভেম্বরের মধ্যে এ আসনে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।

এএইচআর/এসকেডি