প্রথম দিনেই ২২৬ মনোনয়ন বিক্রি আ.লীগের
সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আবেদপত্র সংগ্রহ করেছেন তিনজন। এছাড়াও উপজেলার একটি, পৌরসভার ১১টি ও ইউনিয়ন পরিষদের ২১১টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ।
শনিবার (২ অক্টোবর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়।
বিজ্ঞাপন
সিরাজগঞ্জ-৬ আসনে প্রার্থী হতে দলটির কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান কবিতা, প্রয়াত সংসদ সদস্যের স্ত্রী ফাতেমা রহমান ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরু মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
আগামী ২ নভেম্বর সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচন ও ১০টি পৌরসভার নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে ১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ৮৪৮ ইউপির নির্বাচনের তফসিলও ঘোষণা করে ইসি। এসব নির্বাচনে আগ্রহীদের কাছে আগামী বুধবার পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের দফতর সূত্রে জানানো হয়েছে, মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনে সিরাজগঞ্জ-৬ আসনের ৩টি, পৌরসভায় ১১টি, উপজেলায় একটি ও ইউনিয়ন পরিষদে ২১১টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ।
এইউএ/ওএফ