রাষ্ট্রের পয়সায় জিয়ার নামে জাদুঘর কেন থাকবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, ‘রাষ্ট্রের পয়সা দিয়ে, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কেন খুনি জিয়ার নামে জাদুঘর থাকবে? এটা চট্টগ্রামে থাকবে না। জাতির পিতার খুনির নামে রাষ্ট্রের টাকায় জাদুঘর থাকতে পারে না। আমি এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব।’
সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এ কথা বলেন।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী বলেন, ‘ত্রিশ লাখ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কারও দয়ার দান নয়। স্বাধীনতা অর্জনের মাত্র কয়েক বছরের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুন করা হয়েছে। বঙ্গবন্ধুর ঈর্ষণীয় কর্মতৎপরতা দেখে জিয়াউর রহমান কিছু কুলাঙ্গারকে সাথে নিয়ে তাকে সপরিবারে হত্যা করেছে, এটাই জিয়ার অবদান। গাদ্দার মোশতাক-জিয়া জাতির পিতাকে খুন করেছেন। আমরা মূল খুনির মরণোত্তর বিচার করতে চাই।’
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেন, ‘স্বাধীনতার ঘোষণা দিয়েছেন (পাঠ করেছেন) এম এ হান্নান, সেই ঘোষণার মাইক্রোফোন জিয়ার জাদুঘরে থাকবে না। তা কালুরঘাটে নিয়ে যাওয়া হবে। বঙ্গবন্ধু কন্যার যোগ্যতায় বাংলাদেশ আওয়ামী লীগ ১২ বছর ক্ষমতায়। আপনারা বঙ্গবন্ধুর কন্যাকে সহযোগিতা করবেন। বাংলাদেশের ধ্বংসের ইতিহাস জিয়া পরিবারের সৃষ্টি। ধর্মের নামে রাজনীতি আর হতে দেয়া যাবে না।’
চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কার্যকরী সদস্য মহসিন চৌধুরী।
কেএম/এইচকে