‘করোনা হেল্প সেল’ এর উদ্বোধনে বিএনপি নেতারা

করোনার টিকা নিয়ে সরকার তেলেসমাতি কাণ্ড ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। টিকার দাম নিয়ে প্রশ্ন তুলে তারা বলছেন, সরকার টিকা নিয়ে দুর্নীতি করেছে, ব্যবসা করতে চেয়েছে। মানুষের জীবনকে জিম্মি করে তারা টিকা নিয়ে ব্যবসা করছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গোড়ানে এক অনুষ্ঠানে দলটির নেতারা এসব কথা বলেন। ফ্রেন্ডস কনভেনশন সেন্টারে ঢাকা-১০ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ‘করোনা হেল্প সেল’ এর উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার টিকার দাম বলে না। কত দিয়ে কিনছে তা বলে না। যে বলে, তার আবার চাকরি যায়, আপনারা পত্রিকায় দেখেছেন। যে টিকা ৩ ডলারে পাওয়া যায়, সেই টিকা তারা কিনছে ১০ ডলারে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, করোনা নিয়ে দেশে রাজনীতি হচ্ছে। কেন আমাদের টিকা দিতে এত দেরি হলো? কেন ভারতীয় গিফটের মাধ্যমে শুরু হলো? অ্যাডভান্স টাকার টিকা কেন দেশে আসেনি?

তিনি বলেন, সরকার এখন খুঁজে খুঁজে ভ্যাকসিন আনছে, আজ মডার্নার, কাল ফাইজার, পরশু সিনোভ্যাক্স। কেন একসঙ্গে আনতে পারছি না। কারণ একটিই; বিশেষ ব্যক্তিদের সুবিধা দেওয়ার কথা ছিল, সেই বিশেষ ব্যক্তিদের সুবিধা দিতে না পেরে দেরি হয়ে গেছে। এখন সেই বিশেষ ব্যক্তিদের খবর নেই, ওষুধেরও খবর নাই। এ হচ্ছে অবস্থা।

জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও খিলগাঁও থানা বিএনপির সভাপতি ইউনুস মৃধার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিব, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু প্রমুখ।

এএইচআর/আরএইচ