টিকার নিবন্ধন করেও অনিশ্চয়তায় জনগণ মাসের পর মাস কাটাচ্ছে। অন্যদিকে, বেসরকারি ক্লিনিকে টাকার বিনিময়ে টিকা বিক্রির সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় জনগণের মধ্যে চরম বিভ্রান্তি ও হতাশার সৃষ্টি হয়েছে।

শনিবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বক্তারা এসব সব কথা বলেন। বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে রোববার একটি সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়।  

এতে বলা হয়, বিএনপির স্থায়ী কমিটি মনে করে, চরম অব্যবস্থাপনা, টিকা প্রদানের অনিশ্চয়তা ও দুর্নীতি পরিস্থিতিকে জটিল করে তুলেছে৷ এ বিষয়ে বিস্তারিত বক্তব্য পরবর্তীতে জনগণের সামনে তুলে ধরা হবে।  

বরিশাল সিটি করপোরেশনের মেয়রের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলা, ভাংচুর ও ময়লা ফেলে শহরের রাস্তা অবরোধের অভিযোগের পরিপ্রেক্ষিতে মেয়রকে গ্রেফতারের দাবি এবং ‘বরিশালের মেয়রের অত্যাচারে সমগ্র বরিশালবাসী অত্যন্ত অতিষ্ঠ’ উল্লেখ করার বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হয়। 

বিএনপির স্থায়ী কমিটি মনে করে, এ ঘটনাটির মধ্য দিয়ে এই অনির্বাচিত সরকারের অভ্যন্তরের দ্বন্দ্ব পরিষ্কার হয়েছে। এছাড়া প্রমাণিত হয়েছে যে, সরকারের রাজনৈতিক ও প্রশাসনিক সংঘাত ক্রমশ বাড়ছে।

এএইচআর/আরএইচ