ঢাকা সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের শারীরিক অবস্থা ওঠানামার মধ্যে রয়েছে। জাপার নেতারা বলছেন, রওশন এরশাদের অক্সিজেন লেভেলের উন্নতি হলেও ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ওঠানামার মধ্যে আছে। তার শারীরিক অবস্থা কখনো ভালো, আবার কখনও খারাপ হয়ে যাচ্ছে।

সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রওশন এরশাদকে শুধুমাত্র ছেলে সাদ এরশাদ নিয়মিত দেখতে যান। করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে চিকিৎসকদের নিষেধাজ্ঞা থাকায় অন্য নেতাকর্মীরা তাকে দেখতে যান না বলেও জানা গেছে।

সাদ এরশাদ ঢাকা পোস্টকে বলেন, আম্মার শারীরিক অবস্থা এখন কিছুটা ভালো। অক্সিজেন লেভেল মোটামুটি স্বাভাবিক আছে। কিন্তু কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ওঠানামার মধ্যে আছে। তাই এখনও আইসিইউতে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, চিকিৎসা চলছে। আরও কতদিন তাকে আইসিইউতে রাখতে হবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।

শনিবার (১৪ আগস্ট) রাতে রওশন এরশাদের অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে রাজধানীর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর রওশন এরশাদের করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে।

এর আগে ৩০ এপ্রিল রাতে রওশন এরশাদের শরীরে পানিশূন্যতা দেখা দিলে তাকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ২৪ দিন চিকিৎসা শেষে ২৩ মে বাসায় ফেরেন তিনি।

৭৮ বছর বয়সী রওশন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য। তিনি সংসদের গত দুই মেয়াদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করে আসছেন।

এএইচআর/এসএম