আমিরকে দাফনের আগেই ভারপ্রাপ্ত আমির ঘোষণা হেফাজতের
হেফাজতে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত আমিরের নাম ঘোষণা করেছে সংগঠনটি। সংগঠনের অন্যতম জ্যেষ্ঠ নেতা এবং প্রধান উপদেষ্টা মুহিবুল্লাহ বাবুনগরীকে সংগঠনের ভারপ্রাপ্ত আমির ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত ১১টায় বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন মুহিবুল্লাহ বাবুনগরী নিজেই।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার ইন্তেকাল করা আমির হাফেজ মাওলানা জুনায়েদ বাবুনগরীকে দাফন করার আগেই ভারপ্রাপ্ত আমিরের নাম ঘোষণা করা হয়।
হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরিস ঢাকা পোস্টকে বলেন, ভারপ্রাপ্ত আমির হিসেবে মুহিবুল্লাহ বাবুনগরীর নাম ঘোষণা করেছেন হেফাজতের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম। হাটহাজারীতে হেফাজতের যেসব নেতৃবৃন্দ এসেছেন তাদের সঙ্গে কথা বলে ও যারা আসেননি তাদের সঙ্গে মোবাইলে কথা বলে হেফাজতের প্রধান উপদেষ্টা মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরীকে ভারপ্রাপ্ত আমির ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, গত ৭ জুন মাওলানা জুনায়েদ বাবুনগরীকে আমির এবং মাওলানা নুরুল ইসলামকে মহাসচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট হেফাজতের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল।
কেএম/এসকেডি/এইচকে