রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশি হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। 

তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেকোনো দলের নেতাকর্মীরা তাদের দলের প্রতিষ্ঠাতা কিংবা অন্য কোনো নেতার প্রতি শ্রদ্ধা জানাতে যাবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এ রকম একটি কর্মসূচিতে রাষ্ট্রীয় বাহিনীর হামলা অগণতান্ত্রিক, ভোট ডাকাত সরকারের স্বৈরাচারী আচরণের আরেকটি বহিঃপ্রকাশ।

মঙ্গলবার (১৭ আগস্ট) সংবাদ মাধ্যমে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিব আনোয়ারের পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

মান্না বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারী সরকারের স্বেচ্ছাচারী আচরণ সব সীমা লঙ্ঘন করেছে। করোনা বিপর্যয় থেকে দেশকে বাঁচাতে ব্যর্থ সরকার এই মহামারির মধ্যে বিরোধী মতের উপর দমন, পীড়ন, নির্যাতন অব্যাহত রেখেছে। এই সরকার দেশের সব শ্রেণির মানুষের কাছের কাছে ঘৃণিত। তাই তারা নিজেরা কাউকে সম্মান করে না। নিজেরাই নিজেদের স্তুতি গায়।

হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে জাতীয় ঐক্য ফ্রন্টের এ নেতা বলেন, সবাইকে একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কেউ ছাড় পাবেন না। আপনাদের প্রত্যেকটি কৃতকর্মের হিসাব নেওয়া হবে। বিরোধী মত দমনে ব্যস্ত না হয়ে দেশের মানুষকে, দেশের অর্থনীতিকে বাঁচাতে ১৩ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করুন।

মান্না বলেন, মানুষের কথা বলার অধিকার, রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিন। ১৩ বছর ধরে দেশের মানুষের সব ধরনের নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার হরণ করে রেখেছেন। মনে রাখবেন, এই জনগণই একদিন আপনাদের কাঠগড়ায় দাঁড় করাবে।

এমএইচএন/এসকেডি