শারীরিক অসুস্থার জন্য আবারও হাসপাতালে ভর্তি করানো হয়েছে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে। 

গত শনিবার (১৪ আগস্ট) রাতে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে ভর্তি করা হয়। বিরোধী দলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মামুন হাসান বলেন, হঠাৎ করে ম্যাডামের অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তার অবস্থা মোটামুটি ভালো। সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

হাসপাতালে ভর্তির পর রওশন এরশাদের করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে বলেও জানান মামুন হাসান।

মামুন আরও বলেন, রওশন এরশাদ বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে চিকিৎসা চলছে। তার পুত্র রাহ্গীর আলমাহি সাদ এরশাদ মায়ের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। 

বিরোধী দলীয় নেতার করোনাজনিত সমস্যা না থাকলেও ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধিজনিত সমস্যা রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। 

এর আগে গত ৩০ এপ্রিল রাতে রওশন এরশাদের পানিশূন্যতা দেখা দিলে তাকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ২৪ দিন চিকিৎসা শেষে ২৩ মে তিনি বাসায় ফেরেন।

এএইচআর/জেডএস