আগস্ট এলেই বিএনপির গাত্রদাহ শুরু হয় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

রোববার (১৫ আগস্ট) রাজধানীর নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি। এদেশে যে অলঙ্ঘনীয় দেয়াল সৃষ্টি করেছে বিএনপি, একুশে আগস্ট গ্রেনেড হামলা করে সে দেয়াল আরও উঁচু করে দিয়েছে তারা। 

তিনি বলেন, ৩২ নম্বরের সিঁড়িতে নিথর পড়ে থাকা শরীর শুধু একজন জাতির পিতার নয়, একজন স্বাধীনতার স্থপতির। সে রক্তাক্ত নিথর শরীর ছিল সবুজ-শ্যামল বাংলার প্রতীক।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মাটি ও মানুষের আজন্ম ধারকের বুক বিদীর্ণ করেনি বুলেট। করেছিলো তারই অর্জিত বাংলাদেশের পতাকার মতো উদার লাল-সবুজের হৃদয়। পৃথিবীর ইতিহাসে অনেক রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে। কিন্তু বাংলাদেশে ১৫ আগস্টে হত্যাকাণ্ড ছিল এক নির্মম, নিষ্ঠুরতম হত্যাকাণ্ড। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে নগর ভবনে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

এইউএ/এসএম