জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ফরম পূরণের ‘বর্ধিত’ ফি প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। বুধবার (১১ আগস্ট) ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. ফয়েজউল্লাহ এবং সাধারণ সম্পাদক দীপক শীলের সই করা এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ১-২২ আগস্ট পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ফরম পূরণের সংশোধিত তারিখ ঘোষণা করা হয়েছে। প্রায় দুই বছর ধরে কলেজ বন্ধ, পরীক্ষাও নেওয়া হচ্ছে না। করোনাকালীন এ পরিস্থিতিতে শিক্ষার্থীরা বেতন-ফি মওকুফের দাবি করছেন। তবে বিষয়টি বিবেচনা না করে ফরমের সঙ্গে সারা বছরের সব ফি যুক্ত করে পরিশোধ করার নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

এতে আরও বলা হয়, ফরম পূরণের ফির সঙ্গে যুক্ত হওয়া সারা বছরের ফিগুলোর মধ্যে আছে, দরিদ্র তহবিল, ব্যবস্থাপনা ফি, তৃতীয় বর্ষের নির্বাচনী ও ইনকোর্স পরীক্ষার ফি, দ্বিতীয় বর্ষের বেতন ও সেশন চার্জ। অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা জমা দেওয়ার খরচও শিক্ষার্থীদেরই দিতে হবে বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনায় বলা হয়েছে। করোনাকালে যখন শিক্ষার্থীদের শিক্ষাজীবন বিপন্ন হওয়ার উপক্রম, তখন কর্তৃপক্ষের এ আচরণ চূড়ান্ত রূপে অমানবিকতার পরিচয় দেয়।

বিবৃতিতে ছাত্র ইউনিয়নের নেতারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঘোষিত নির্দেশনায় আমরা শিক্ষা বাণিজ্যের নগ্ন বহিঃপ্রকাশ দেখলাম। করোনাকালীন পরিস্থিতিতে যেখানে মানুষের আয় কমেছে, সেখানে বেতন-ফিসহ অন্যান্য ফি মওকুফ করা উচিত ছিল। তা না করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উল্টো ফি বাড়িয়ে দিয়েছে। বর্ধিত ফি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় ছাত্রসমাজ একত্রিত হয়ে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে।

এমএইচএন/আরএইচ