ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব নির্বাচিত হওয়ায় মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন রফিকুল আলম মঞ্জু। তার স্থলে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে মো. শরীফ হোসেনকে। তিনি আগে ঢাকা দক্ষিণ যুবদলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

মঙ্গলবার (৩ আগস্ট) কেন্দ্রীয় দফতর সম্পাদক কামরুজ্জামান দুলাল এই তথ্য নিশ্চিত করেছেন।

কামরুজ্জামান দুলাল জানান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব নির্বাচিত হওয়ায় রফিকুল আলম মঞ্জু যুবদল থেকে পদত্যাগ করেছেন। তার জায়গায় শরীফকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে। যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

কামরুজ্জামান দুলাল জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শরীফ হোসেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে সোমবার (২ আগস্ট) বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামকে আহ্বায়ক এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিকুল আলম মজনুকে সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৪৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আগের মেয়াদোত্তীর্ণ ঢাকা মহানগর দক্ষিণ এবং ঢাকা মহানগর উত্তর শাখার নির্বাহী কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এএইচআর/এমএইচএস