ফাইল ছবি

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হতে আগ্রহী নন বলে জানিয়েছেন রওশন এরশাদ। বুধবার (১৪ জুলাই) রাতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রওশন এরশাদ বলেছেন, গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে দল সঠিকভাবে চলছে। সেই সঙ্গে জাতীয় পার্টি চেয়ারম্যান হিসেবে তার সাফল্য কামনা করছি আমি। রওশন এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

উল্লেখ্য, বুধবার (১৪ জুলাই) সকালে বারিধারা প্রেসিডেন্ট পার্কে এক অনুষ্ঠানে জি এম কাদেরকে জাপার অবৈধ চেয়ারম্যান বলে দাবি করে নতুন কমিটি প্রস্তাব করেন এরশাদপুত্র এরিক এরশাদ। এ কমিটিতে এরশাদের স্ত্রী রওশন এরশাদকে চেয়ারম্যান এবং প্রাক্তন স্ত্রী বিদিশা সিদ্দিককে কো চেয়ারম্যান, এরশাদের ছেলে সাদ এরশাদকে কো চেয়ারম্যান ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদকে জাপার ভারপ্রাপ্ত মহাসচিব করার প্রস্তাব করেন এরিক। 

এএইচআর/এসকেডি