এলপিজির মূল্য বৃদ্ধি জনগণ মানবে না: ন্যাপ
ভোক্তাপর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) এবং অটোগ্যাসের দাম বৃদ্ধি কার্যকরের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ন্যাপ।
দলটির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া এক যুক্ত বিবৃতিতে বলেন, বর্তমান করোনাকালে জনগণের দুরবস্থার মধ্যে যদি এলপিজি গ্যাসের মূল্য বাড়ে তাহলে জনগণের দুর্ভোগ আরও বাড়বে। এ মূল্যবৃদ্ধি দেশের জনগণ মানবে না।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ন্যাপের এ দুই নেতা বলেন, ব্যবসায়ীদের চাপে নতুন করে দাম বাড়ানো অযৌক্তিক। সারা বছর সাশ্রয়ী ও নির্ধারিত মূল্যে নিরাপদ সিলিন্ডার মানুষের কাছে পৌঁছাতে বিদেশ থেকে এলপিজি আমদানি ও ব্যবসায়ীদের ওপর নির্ভরশীল থেকে সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করা যাবে না। এজন্য দেশের স্থল এবং সমুদ্রভাগের গ্যাস অনুসন্ধান ও উত্তোলন করতে হবে। সরকারি উদ্যোগে সিলিন্ডার গ্যাস উৎপাদন ও সরবরাহ করাতে হবে।
সরকারিভাবে ১২.৫ কেজির সিলিন্ডার গ্যাস ৫৯১ টাকায় নিম্ন আয়ের মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে সরবরাহের দাবি করে ন্যাপের শীর্ষ নেতারা বলেন, পাইপ লাইনে ১ চুলা ২ চুলার নামে যে টাকা নেওয়া হয়, তা প্রায় ডবল। সিদ্ধান্ত থাকলেও দুর্নীতি বজায় রাখতে পাইপ লাইনে মিটার বসানো হচ্ছে না। দ্রুত মিটার বসার কাজ শেষ করতে হবে।
এএইচআর/এসএম