জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী (১৪ জুলাই) উপলক্ষে কয়েকটি কর্মসূচি গ্রহণ করেছে দলটি। 

কর্মসূচির মধ্যে রয়েছে ১ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত পাটির দলীয় পতাকা অর্ধনমিত করা। একই নিয়মে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাত করা হবে। 

রোববার (২৭ জুলাই) জাতীয় পার্টির দফতর সম্পাদক রাজ্জাক খান এসব কর্মসূচির কথা জানান। এছাড়া জেলায় জেলায় লিফলেট বিতরণ, পোস্টার ও ফেস্টুন লাগাতে নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে। 

রাজ্জাক খান জানান, প্রতিদিন দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হবে। এছাড়া ১৩ জুলাই কেন্দ্রীয় কমিটির একটি টিম রংপুর পল্লীবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যাবেন। ১৬ জুলাই যমুনা ফিউচার পার্ক মিলনায়তেন বিকেল ৩টায় স্মরণ সভার আয়োজন করা হয়েছে।

এএইচআর/ওএফ