করোনা মোকাবিলায় ৬ দফা প্রস্তাব রবের
করোনাভাইরাসের ব্যাপক বিস্তারের প্রেক্ষাপটে সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার যথাযথ উদ্যোগ গ্রহণ করছে না বলে দাবি করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব। তিনি বলেছেন, সরকারের কোনো পদক্ষেপই দূরদর্শিতার পরিচায়ক নয়।
শুক্রবার (২৩ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে করোনার ভয়াবহতা রোধকল্পে ৬ দফা প্রস্তাব তুলে ধরে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
রব বলেন, ব্যাপক পরীক্ষা, রোগী শনাক্ত করা, আইসোলেশন, কন্টাক্ট ট্রেসিং এবং কোয়ারেন্টাইনের কোনো ব্যবস্থা না করে শুধুমাত্র লকডাউনের নামে একমাত্র গণপরিবহন বন্ধ রাখা কোনোক্রমেই করোনা মোকাবিলার সহায়ক হচ্ছে না।
জেএসডির পক্ষ থেকে করোনা মোকাবিলায় ৬ দফা প্রস্তাব তুলে ধরে বলা হয়, অবিলম্বে করোনা মোকাবিলায় সব সম্মুখযোদ্ধা, সাংবাদিক, জ্ঞান, বিজ্ঞান, মেধা ও প্রজ্ঞার অধিকারী সব পেশাজীবী, শ্রমজীবী ও কর্মজীবী এবং জনপ্রতিনিধির সমন্বয়ে জাতীয় স্বাস্থ্য কাউন্সিল গঠন, অব্যাহত টিকা কার্যক্রম পরিচালনার জন্য টিকা সংগ্রহে বহুমুখী উদ্যোগ গ্রহণ, দেশে টিকা উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করা, করোনার সংক্রমণের বিস্তাররোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুসরণ করা, বহুমুখী দারিদ্র্যে জর্জরিত ৬ কোটিরও বেশি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও উচ্চাভিলাষী মেগা প্রজেক্টের বরাদ্দ বাতিল করে স্বাস্থ্য ও খাদ্য খাতে বরাদ্দ দিতে হবে।
এএইচআর/এসএসএইচ