কেন্দ্রের নির্দেশনা পেলেই মহানগর আওয়ামী লীগের সম্মেলন করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন ।

বৃহস্পতিবার (১৭ জুন) বিকেলে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা জানান।

নাছির বলেন, আমাদের প্রথম শর্ত দলকে সুসংগঠিত করা। সমালোচনা নয়, পারস্পরিক আলোচনাতেই সংগঠন পরিশুদ্ধ ও শক্তিশালী হবে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী মেয়াদোত্তীর্ণ তৃণমূলের কমিটিগুলোকে পুনর্গঠন করা হবে। কেন্দ্রের নির্দেশনা পেলেই মহানগর আওয়ামী লীগের সম্মেলন করতে আমরা প্রস্তুত আছি।

সভায় জানানো হয়, আগামী ২০ ও ২১ জুন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে মতবিনিময় সভা হবে।  সভায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত) জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খানসহ মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন।

এছাড়াও এতে সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ, দিদারুল আলম, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য ডা. মো. আফছারুল আমীন, এম এ লতিফ উপস্থিত থাকবেন।

আজকের সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএম/এসকেডি