মডেল মসজিদে যোগ্য আলেম চায় হেফাজত
সরকারি অর্থায়নে সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগের প্রশংসা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শনিবার (১২ জুন) সন্ধ্যায় হেফাজতের দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রশংসা জানান হেফাজতের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদি।
বিজ্ঞাপন
হেফাজত মহাসচিব বলেন, সরকারের প্রতি অনুরোধ, মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে যোগ্য আলেমে দ্বীনদের নিয়োগ দিয়ে মসজিদগুলোকে সত্যিকার অর্থে ইসলামী কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। কারণ শুধু ইমারত নির্মাণ দিয়ে লক্ষ্যে পৌঁছানো সম্ভব না, এর জন্য দরকার যোগ্য লোকের তদারকি।
দলীয় বিবেচনার ঊর্ধ্বে থেকে মডেল মসজিদগুলোতে ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য জনবল নিয়োগের আহ্বান জানিয়ে নুরুল ইসলাম বলেন, এ ক্ষেত্রে যথাযথ এলেম, আমল, সঠিক আকিদা এবং দীনদারীর বিষয়গুলো বিবেচনা করতে হবে।
তিনি বলেন, এসব বিষয় বিবেচনা না করে দলীয় বিবেচনায় বা যেকোনো কারণে যদি মডেল মসজিদগুলোতে ধর্মীয় বিবেচনায় অযোগ্য বা বিতর্কিত জনবল নিয়োগ দেওয়া হয় তাহলে সরকারের একটি মহৎ উদ্যোগ ব্যর্থতায় পরিণত হবে। যেহেতু মসজিদগুলোতে ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রও রয়েছে, তাই সেখানে যোগ্য আলেমদের নিয়োগ না দিলে সুফল আসবে না।
এএইচআর/আরএইচ