অক্টোবরের মধ্যে চট্টগ্রাম দক্ষিণের ৫ উপজেলা আ.লীগের সম্মেলন
আগামী অক্টোবর মাসের মধ্যে আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলার পাঁচ উপজেলার ইউনিয়ন, ওয়ার্ড নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে ডিসেম্বরের মধ্যে ওই পাঁচ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।
মঙ্গলবার (৮ জুন) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলী রেজ মুহাম্মদ নেজামউদ্দিন নদভী।
সভায় সর্বসম্মতিক্রমে অক্টোবরের মধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের এবং ডিসেম্বর মাসের মধ্যে ওই পাঁচ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন শেষ করার সিদ্ধান্ত গৃহীত হয়। উপস্থিত দলীয় সংসদ সদস্য ও নেতারা দলের সাংগঠনিক গতিশীলতা এবং শক্তি বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব ও সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন হিরু, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুজ্জামান চৌধুরী ও সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক এম এ মালেক এবং কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হায়দার আলী রনি।
এইউএ/ওএফ