১৪ জুলাই নির্বাচন না করতে ইসিকে স্মারকলিপি দেবে জাপা
আগামী ১৪ জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীর দিনে ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ না করতে অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনকে স্মারকলিপি দেবে দলটি।
মঙ্গলবার (৮ জুন) বেলা ১১টায় আগারগাঁও ইসি সচিবালয়ে স্মারকলিপি দেবে জাতীয় পার্টি।
বিজ্ঞাপন
জাপার চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু’র নেতৃত্বে দলের শীর্ষ নেতারা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মঙ্গলবার বেলা ১১টায় স্মারকলিপি নিয়ে যাবেন।
গত ২ জুন আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে নির্বাচনের এ তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
সচিব জানান, আসনগুলোর নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫ জুন, মনোনয়নপত্র বাছাই ১৬ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন, প্রতীক বরাদ্দ ২৪ জুন এবং ভোটগ্রহণ করা হবে আগামী ১৪ জুলাই।
এএইচআর/জেডএস