চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদ ১৪ বছরের কিশোর জুনায়েদের বাবা, মা ও পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষ করে তিনি শহীদ জুনায়েদের বাসায় যান।

জামায়াত আমির শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন, তাদের সার্বিক খোঁজ-খবর নেন এবং পরিবারের সদস্যদের নিয়ে মহান আল্লাহর দরবারে শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

এর আগে তিনি ২০০৬ সালের ২৮ অক্টোবরে আওয়ামী ফ্যাসিস্টদের হামলায় শহীদ সাইফুল্লাহ মাসুমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

জামায়াত আমির শহীদ মাসুমের বাবা, মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন। পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন এবং পরিবারের সদস্যদের নিয়ে মহান আল্লাহর দরবারে শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণে সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান ও কামাল হোসাইন এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এআর আজাদসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

জেইউ/এমএ