জুলাই অভ্যুত্থানের ইতিহাসকে জাগ্রত রাখতে ও শহীদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সব স্তরের শহীদ আহত ও পঙ্গুত্ববরণকারী পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শহীদ পরিবার, আহত ও পঙ্গুত্ববরণকারী জাতীয় বীরদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে শিবিরের কেন্দ্রীয় পর্যায় থেকে ঈদের বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ জানান, জুলাই অভ্যুত্থানের শহীদ, আহত ও পঙ্গুত্ববরণ করা শহীদ পরিবারের পাশে সবসময় ছিল ইসলামী ছাত্রশিবির। জুলাই ইতিহাসকে জাগ্রত রাখতে ও শহীদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে পবিত্র ঈদুল ফিতরেও তাদের পাশে থাকছে ছাত্রশিবির। ইতোমধ্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল নুরুল ইসলামসহ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা সারা দেশে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করা শুরু করেছেন। এটি পুরো ঈদুল ফিতরে অব্যাহত থাকবে।

জেইউ/এসএসএইচ