পাসপোর্টে ‘ইসরায়েল বাদে’ লেখা চায় খেলাফত মজলিশ
দেশের পাসপোর্ট থেকে ‘ইসরায়েল বাদে’ শব্দ দুটি বাদ দেওয়ার নিন্দা জানিয়েছে খেলাফত মজলিশ বাংলাদেশ। একই সঙ্গে তারা পরিবর্তন সংশোধন করে আগের মতো ‘ইসরায়েল বাদে পৃথিবীর সব দেশের জন্য বৈধ’ কথাটি লিপিবদ্ধ করতে সরকারকে আহ্বান জানিয়েছে।
সোমবার (২৪ মে) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় দলটি। সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির আমির মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, অবৈধ ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল দীর্ঘ ছয়-সাত দশক ধরে ফিলিস্তিনি মুসলমানদের ওপর অকথ্য জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে। ভূমি জবরদখল করে লাখো ফিলিস্তিনিকে উদ্বাস্তুতে পরিণত করছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, ইসরায়েল লাখো নারী-পুরুষ-শিশুকে নির্মমভাবে হত্যা করেছেন। এখনও ইসরায়েলিদের হাতে লেগে থাকা নিহত ফিলিস্তিনিদের রক্তের দাগ শুকোয়নি। বাংলাদেশ ও বাংলাদেশের জনগণ শুরু থেকেই ফিলিস্তিনের মজলুম জনগণের পক্ষে এবং অবৈধ ইহুদিবাদী ইসরায়েল রাষ্ট্রের বিপক্ষে ছিল এবং এখনও আছে।
তিনি বলেন, বাংলাদেশ থেকে ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল। এটা ছিলো বাংলাদেশের জনগণের ইহুদিবাদী ইসরায়েলবিরোধী চেতনার বহিঃপ্রকাশ। ‘ইসরায়েল বাদে’ কথাটি ছিলো স্বাধীনতাকামী মজলুম ফিলিস্তিনি জনগণের পক্ষে এ দেশের মানুষের অকুন্ঠ সমর্থনের স্মারক। কিন্তু সম্প্রতি হঠাৎ করে সরকার কোন স্বার্থের বিনিময়ে নতুন পাসপোর্টে অবৈধ দেশটিকে এ ছাড় দিয়েছে জাতি তা জানতে চায়।
এএইচআর/আরএইচ