বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দরে নিয়ে যাওয়া গাড়িবহরে পায়ে আঘাত পেয়েছেন দলটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, গুলশান অ্যাভিনিউতে চেয়ারপারসনের গাড়ির পেছনের চাকা উঠে যায় দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের পায়ের ওপর। এতে তিনি পায়ে মারাত্মক আঘাত পেয়েছেন।

তাকে আগামী দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে বলে জানান শায়রুল।

এএইচআর/এসএসএইচ