আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সংশ্লিষ্টতা, মাদক সেবন ও চোরাকারবারে জড়িত থাকার অভিযোগ প্রমাণ হওয়ায় দুটি প্রতিনিধি কমিটির চার সদস্যকে অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। 

সোমবার (৬ জানুয়ারি) পৃথক দুটি বিজ্ঞপ্তিতে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন।

এর মধ্যে নাগরিক কমিটির খিলগাঁও থানার প্রতিনিধি কমিটির সদস্য শরিফ বকাউলকে অব্যাহতি দেওয়া হয়েছে যুবলীগ-সংশ্লিষ্টতার জন্য। আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার জন্য অব্যাহতি দেওয়া হয়েছে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার প্রতিনিধি কমিটির সদস্য নজরুল ইসলামকে। এ ছাড়া ফ্যাসিবাদকে সহায়তা এবং মাদক সেবন ও মাদক চোরাকারবারের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে একই কমিটির সদস্য ইমরানুল হক ও আল মামুনকে।

এক বিজ্ঞপ্তিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও আখতার হোসেন বলেন, গত ২৬ নভেম্বর খিলগাঁও থানার প্রতিনিধি কমিটি ঘোষিত হয়। ওই কমিটির ৫৯ নম্বর সদস্য শরিফ বকাউলের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় যে, তিনি ঢাকা মহানগর দক্ষিণের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী ছিলেন। যাচাই-বাছাই করার পর এ অভিযোগ সত্য প্রমাণ হয়। 

আরেক বিজ্ঞপ্তিতে তারা বলেন, ১৮ ডিসেম্বর কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রতিনিধি কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটির ১৫৭ নম্বর সদস্য নজরুল ইসলামের বিরুদ্ধে ২০২৪ সালের ৭ জানুয়ারির ডামি নির্বাচনে প্রার্থী পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহরাব উদ্দিনের সহযোগী হিসেবে কাজ করার অভিযোগ প্রমাণ হয়েছে। তার সুপারিশে প্রতিনিধি কমিটির সদস্য হওয়া ইমরানুল হক ও আল মামুন ফ্যাসিবাদের দোসর এবং মাদকসেবী ও মাদক চোরাকারবারী বলে প্রতীয়মান হয়েছে।

এমএ