বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকার প্রতিদিন এমন এমন বাক্স খুলছেন যা তারা আর বন্ধ করতে পারছেন না। সরকার সবকিছু ছড়িয়ে ফেলছে, কিন্তু গুছিয়ে আনতে পারছেন না।

শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে ঢসকা জেলস শিল্পাঞ্চল কমিটির কাউন্সিল অধিবেশনে এসব কথা বলেন তিনি।

সাইফুল হক বলেন, দেশ কেমন চলছে সচিবালয়ের দিকে তাকালেই তা খানিকটা বোঝা যায়। সচিবালয়ে, রাষ্ট্রের বিভিন্ন ক্যাডারের মধ্যে যে অস্থিতিশীলতা চলছে তা ভালো লক্ষ্মণ নয়। এভাবে চলতে থাকলে সরকারের স্থিতিশীলতাও ঝুঁকির মধ্যে পড়তে পারে।

গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দল ও জনগণের নজিরবিহীন সমর্থন থাকার পরও সরকারের উপর মানুষের আস্থা-ভরসায় চিড় ধরছে বলে উল্লেখ করে এই বাম নেতা বলেন, মনে হয় সরকারও রাজনৈতিক দলকে কিছুটা এড়িয়ে চলছে। দেশের গণতান্ত্রিক উত্তরণে রাজনৈতিক দলসমূহের সঙ্গে সরকারের এই দূরত্ব কমিয়ে আনা দরকার।

জাতীয় ঐক্যমত কমিশনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি আরও বলেন, দ্রুত সংস্কারের ব্যাপারে বোঝাপড়া তৈরি করে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট পথ নকশা ঘোষণা করা দরকার। কারণ অনির্বাচিত সরকার অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকতে চাইলে বহু ধরনের ঝুঁকি তৈরি হয়।

সাইফুল হক আরও বলেন, সফল হতে চাইলে সরকারকে তার এজেন্ডা কমিয়ে এনে কাজের তালিকা নির্দিষ্ট করা প্রয়োজন। রাজনৈতিক দলসমূহ সরকারকে সহযোগিতা করতে চায় কিন্তু সরকারকে এই সহযোগিতা নিতে জানতে হবে।

অরবিন্দু বেপারী বিন্দুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কাউন্সিলে বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান প্রমুখ।

কাউন্সিল অধিবেশনে অরবিন্দু বেপারী বিন্দুকে সভাপতি ও মোহাম্মদ শাহজাহানকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটি গঠন করা হয়।

এএইচআর/এমএসএ